গুজব ঠেকাতে এবার পটুয়াখালী পুলিশ প্রশাসনের উদ্দ্যেগে আরেক নতুন উদ্দ্যেগ

গুজব ঠেকাতে এবার পটুয়াখালী পুলিশ প্রশাসনের উদ্দ্যেগে আরেক নতুন উদ্দ্যেগ

রিপন কুমার দাস,পটুয়াখালীঃ- "পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে" এই গুজব ঠেকাতে এবং "ছেলেধরা সন্দেহ হলে পুলিশকে খবর দিন"আইন নিজের হাতে নিবেন না,বিভিন্ন শ্লোগান নিয়ে পটুয়াখালী পুলিশ প্রশাসন পটুয়াখালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা,মাইকিন ও লিফলেট বিতরণ করে আসছে বেশ কয়েকদিন আগে থেকেই।তবে এই কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করার লক্ষ্যে পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান নিজেই গুজব নিরসনে প্রতিটি স্কুলে স্কুলে গিয়ে সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনার উদ্দ্যেগ নিয়ে এরই অংশ হিসেবে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ক্লাসশুরু হওয়ার পূর্বে ৭.১৫ ঘটিকায় এসেম্বিলিতে যোগ দিয়ে ছাত্র ও অভিভাবকদের বিভিন্ন সচেতন মূলক বক্তব্য দেন।এর পরে তিনি পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ে এসেও এই বক্তব্য প্রদান করেন।তিনি বলেন আমাদের এই কার্যক্রম পটুয়াখালী জেলা পুলিশের সকল অফিসারদের নিয়ে প্রতিটি স্কুল ও কলেজগুলোতে চলবে। এব্যাপারে পটুয়াখালী সদর থানার এএসআই ওয়াসিম এর সাথে কথালাপে তিনি বলেন এসপি স্যার,ওসি স্যার সহ সকল অফিসাররা গ্রুফ ওয়ার্ক করতেছি পটুয়াখালীর প্রতিটি স্কুল কলেজে। আমার সাথে আছেন পুলিশ পরিদর্শক(তদন্ত) হুমায়ন কবির।আশা করি আমাদের সাফল্য আসবেই।